ভিডিও

বাবার মোটরসাইকেল থেকে পড়ে সিংড়ায় মেয়ের মৃত্যু

প্রকাশিত: মার্চ ০৪, ২০২৪, ১০:৪৫ রাত
আপডেট: মার্চ ০৪, ২০২৪, ১০:৪৫ রাত
আমাদেরকে ফলো করুন

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় আজ সোমবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৃষারানী (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ মার্চ) সকাল ৮টায় নাটোর বগুড়া মহাসড়কের বালুভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষারানী নাটোরের বাগাতিপাড়া থানার জামনগর ইউনিয়নের চাপাপুকুর গ্রামের তাপস কুমারের মেয়ে ও কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল মান্নান জানান, আজ সোমবার (৪ মার্চ) সকালে রানীনগরের ভাণ্ডার গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তৃষা তার বাবার মোটরসাইকেলে করে নিজবাড়ি বাগাতিপাড়া যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম বলেন, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনতা তাড়া করে ঘাতক ট্রাকটিকে আটক করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS